তজুমদ্দিনের মেঘনায় মোবাইল কোর্টে অবৈধ জাল আটক
তজুমদ্দিন প্রতিনিধি : ভোলার তজুমদ্দিনের মেঘনায় উপজেলা মৎস্য অফিস ও কোষ্টগার্ডের যৌথ অভিযানে প্রচুর পরিমাণে অবৈধ জাল ও লোহার গেরাপি আটক করা হয়। পরে আটক জাল আগুনে পুড়ে ধ্বংস করা হয় এবং গেরাপিগুলি নিলামে বিক্রি করা হয়।
কোষ্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মো. আসাদ বলেন, মঙ্গলবার (২৬ জানুয়ারী) সকাল থেকে মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি ও অন্যান্য তিকর অবৈধ জাল নির্মূলে বিশেষ অপারেশন -২০২১ বাস্তবায়নে মেঘনার বিভিন্ন এলাকায় যৌথ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় গুরিন্দাখাল ও চর কাঞ্চন এলাকা থেকে প্রায় ৪০ হাজার মিটার অবৈধ জাল, ১ টি মশারী, ১টি বেহুন্দি জাল ও ৮টি লোহার গেরাপি জব্দ করা হয়। পরে জব্দকৃত জাল শশীগঞ্জ ¯øুইজঘাটে এনে আগুনে পুড়ে ধ্বংস করা হয় এবং গেরাপিগুলি প্রকাশ্যে নিলামে বিক্রি করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহি কর্মকর্তা পল্লব কুমার হাজরা, উপজেলা মৎস্য কর্মকর্তা মু. মাহফুজুর রহমান, প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলাল উদ্দিন লিটন, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা, যুগ্ম সম্পাদক মনির নয়ন, প্রচার ও দপ্তর সম্পাদক মোশারেফ হোসেন প্রমুখ।