হাইকোর্টের আদেশে জায়েদ খান সাধারন সম্পাদক
বিশেষ প্রতিনিধিঃ
বাংলাদেশ শিল্পী সমিতি নির্বাচনে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট এবং জায়েদ খানের সাধারন সম্পাদকের দ্বায়িত্ব পালনে বাধা না দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন ।
একইসঙ্গে জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। এক সপ্তাহের মধ্যে মামলার বিবাদীদের এর জবাব দিতে বলা হয়েছে।
সোমবার (৭ ফেব্রুয়ারি) বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এসব আদেশ দেন।
এ প্রসংগে জায়েদ খান বলেন, ‘হাইকোর্টের আদেশ আমার পক্ষে এসেছে। আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ভোটারদের ভোটে নির্বাচিত সাধারণ সম্পাদক। মহামান্য হাইকোর্টও আমার পক্ষে আদেশ দিলেন।’
আদালতে জায়েদ খানের পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিম ও আইনজীবী নাহিদ সুলতানা যুথি।
অ্যাডভোকেট আহসানুল করিম সাংবাদিকদের বলেন, ‘নিপুণ আক্তারের অভিযোগের পরিপ্রেক্ষিতে আপিল বোর্ডকে গত ২ ফেব্রুয়ারি সমাজসেবা অধিদফতরের দেওয়া চিঠির কার্যকারিতা এবং জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণকে বিজয়ী ঘোষণা করে আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্তের কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট।’
তিনি আরও জানান, একই সঙ্গে সমাজসেবা অধিদফতরের চিঠি এবং আপিল বোর্ডের সিদ্ধান্ত কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না, এই মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট।
প্রসঙ্গতঃ ভোট কেনার অভিযোগে গত ৫ ফেব্রুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পি সমিতির নবনির্বাচিত সাধারন সম্প্রদক জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে চিত্রনায়িকা নিপুণকে সাধারণ সম্পাদক হিসেবে বিজয়ী ঘোষণা করেছিল চলচ্চিত্র শিল্লি সমিতির নির্বাচনী আপিল বোর্ড। এরপর গতকাল (৬ ফেব্রুয়ারি) সভাপতি ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক নিপুণসহ নতুন কমিটির ১০ জন শপথ নিয়েছেন। হাইকোর্টের এ রায়ে আপিল বিভাগের সিদ্ধান্ত স্থগিত করা হয়।