প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, জুন ১০, ২০২৪
পরিবেশ সংরক্ষণে নিষিদ্ধ পলিথিনের জন্য মোবাইল কোর্টের অভিযান।
রিয়াজ মাহমুদ, স্টাফ রিপোর্টারঃ
আজ সোমবার ১০ জুন, ২০২৪ খ্রি: পরিবেশ অধিদপ্তর, ভোলা জেলা কার্যালয়ের উদ্যোগে ভোলা পৌরসভাস্থ নতুন বাজার এলাকায় নাসিরের ফলের দোকান নামক প্রতিষ্ঠানটিতে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ বিক্রয় করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্টে নেতৃত্ব প্রদান করেন ভোলা জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নাদির শাহ। মোবাইল কোর্টে সার্বিক সহায়তা প্রদান করেন ভোলা সদর মডেল থানার পুলিশ সদস্যবৃন্দ। প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক, জনাব মোঃ তোতা মিয়া।
মোবাইল কোর্টে নিম্ম বর্ণিত ব্যক্তিগণের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়:
নাসিরের ফলের দোকান, প্রো: জনাব মোঃ নাসির, নতুন বাজার, ভোলা সদর, ভোলা-কে ২৫,০০০/-(পঁচিশ হাজার) টাকা জরিমানা এবং আনু: ৪০ (চল্লিশ ) কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।
এসময়, পরিবেশ অধিদপ্তর সহকারি পরিচালক মোঃ তোতা মিয়া জানান, পরিবেশ সংরক্ষণে আমাদের আরো এরকম মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে ।