খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় ভোলা জেলা স্বেচ্ছাসেবকদলের দোয়া মাহফিল
বিশেষ প্রতিনিধিঃ
সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে দোয়া মাহফিলের অনুষ্ঠিত হয়েছে । সোমবার মাগরিব বাদ ভোলা জেলা বিএনপি’র কার্যালয়ে ভোলা জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি আকবর হোসেনের সভাপতিত্বে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম খান, সিনিয়র যুগ্ম সম্পাদক হুমায়ুন কবির সোপান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক। ভোলা জেলা স্বেচ্ছাসেবকদলের সহ- সভাপতি মুনতাসির আলম চৌধুরীর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দীন পৌর বিএনপি’র সভাপতি আবদুর রব আকন, প্রচার সম্পাদক আসাদ খোকন, ভোলা জেলা শ্রমিক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তানভীর তালুকদার, ভোলা জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন, ভোলা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মাসুদ, ভোলা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক জাকির হোসেন রুবেল, জাকির হোসেন মনির, লুকু চৌধুরি এবিএস সালাম, এইচআর সুমনসহ প্রমূখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন বড় মসজিদের ইমাম মাওলানা নুরে আলম। দোয়া-মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনা ও মরহুম জিয়াউর রহমানের মাগফেরাত কামনা করা হয়। দোয়া মোনাজাতে ভোলা জেলা স্বেচ্ছাসেবক দল, পৌর স্বেচ্ছাসেবক দল, ভোলা সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সকল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।