সৈয়দপুর ও হাজীপুর ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচন-২০২২

ভোলার কথা
রিয়াজ মাহমুদ, স্টাফ রিপোর্টার সম্পাদক
প্রকাশিত: ৮:১৫ অপরাহ্ণ, জুন ১৫, ২০২২

রিয়াজ মাহমুদ, স্টাফ রিপোর্টারঃ

আজ ১৫ জুন (বুধবার) ভোলার দৌলতখান সৈয়দপুর ও হাজিপুর ইউনিয়ন পরিষদে নির্বাচন হয়। সন্ধ্যায় দৌলতখান উপজেলা সম্মেলন কক্ষে বেসরকারি ভাবে এ ফলাফল ঘোষনা হয়।

এসময় উপস্থিত ছিলেন দৌলতখান উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তারেক হাওলাদার, মোঃ মিজানুর রহমান ভোলা সদর উপজেলা নির্বাচন অফিসার, মোঃ আবদুস সালাম খান দৌলতখান উপজেলা নির্বাচন অফিসার। আরো উপস্থিত ছিলেন ভোলা জেলা গোয়েন্দা ও কোস্টগার্ডের অফিসারবৃন্দ।

নির্বাচনে উভয় ইউনিয়ন পরিষদের থেকে নৌকা প্রতিকের বিজয় হয়। হাজিপুর ইউনিয়ন পরিষদ’র থেকে নৌকা প্রতিক নিয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয় আলহাজ্ব হামিদুর রহমান টিপু ও সৈয়দপুর ইউনিয়ন পরিষদ’র থেকে চেয়ারম্যান পদে নির্বাচিত হয় আবদুল মালেক মাস্টার।

এবার উভয় ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয় ইবিএম পদ্ধতিতে। বৈরি আবহাওয়ার জন্য ভোটারদের উপস্থিতি কম থাকলেও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয়। কোথাও কোন প্রকার সহিংসতা দেখা দেয়নি। প্রশাসনের কঠোর নিরাপত্তা ও নিয়ন্ত্রণের মধ্য দিয়ে নির্বাচন পরিচালনা হয়।

হাজীপুর ইউনিয়নঃ

আলহাজ্ব হামিদুর রহমান টিপু (নৌকা মার্কা)

১নং ওয়ার্ড -১১৬/ ২নং ওয়ার্ড-২২৬/ ৩নং ওয়ার্ড-২৩১/ ৪নং ওয়ার্ড-১৬৮/ ৫নং ওয়ার্ড-১৩১/ ৬নং ওয়ার্ড-২৫৫/ ৭নং ওয়ার্ড-২১১/ ৮নং ওয়ার্ড-১৮৫/ ৯নং ওয়ার্ড-২২৮। মোট১৬৬১টি

কিরণ পাটওয়ারী (আনারস মার্কা)

১নং ওয়ার্ড-৬/ ২নং ওয়ার্ড-৯৪/ ৩নং ওয়ার্ড-৭৭/ ৪নং ওয়ার্ড-৯৬/ ৫নং ওয়ার্ড-৩৮/ ৬নং ওয়ার্ড-১২৮/ ৭নং ওয়ার্ড-৪৪/ ৮নং ওয়ার্ড-৬১/ ৯নং ওয়ার্ড-১১৮। মোট৭৫০টি

সৈয়দপুর ইউনিয়নঃ

আবদুল মালেক মাস্টার (নৌকা মার্কা)

১নং ওয়ার্ড- ২২৭/ ২নং ওয়ার্ড-৪৩৫/ ৩নং ওয়ার্ড-১২৫/ ৪নং ওয়ার্ড-২০৯/ ৫নং ওয়ার্ড- ৫৪৪/ ৬নং ওয়ার্ড- ৩০৯/ ৭নং ওয়ার্ড- ৩৫৩/ ৮নং ওয়ার্ড- ৮০০/ ৯নং ওয়ার্ড- ১২৪০। মোট ৪২৪২টি

মোতালেব হোসেন সবুজ (চশমা মার্কা)

১নং ওয়ার্ড-৩২৪/ ২নং ওয়ার্ড-১৭৫/ ৩নং ওয়ার্ড- ২১৩/ ৪নং ওয়ার্ড-৩৫২/ ৫নং ওয়ার্ড- ২৬৮/ ৬নং ওয়ার্ড-৬০৩/ ৭নং ওয়ার্ড-৭৩/ ৮নং ওয়ার্ড-১৩৩/ ৯নং ওয়ার্ড-২০০। মোট ২৩৪১টি

মুন্সি ওবায়েদ উল্লাহ রতন (অটোরিক্সা মার্কা)

১নং ওয়ার্ড- ১২৪/ ২নং ওয়ার্ড-১০৪/ ৩নং ওয়ার্ড- ৩৬৮/ ৪নং ওয়ার্ড- ১৭৬/ ৫নং ওয়ার্ড- ৩৩৭/ ৬নং ওয়ার্ড- ২০১/ ৭নং ওয়ার্ড-৭০১/ ৮নং ওয়ার্ড-৩৬৯/ ৯নং ওয়ার্ড- ৩১৩। মোট ২৬৯৩টি

ফরহাদ হোসেন লাবু (টেবিল ফ্যান)

১নং ওয়ার্ড-৬২/ ২নং ওয়ার্ড-৪৫/ ৩নং ওয়ার্ড- ৪২/ ৪নং ওয়ার্ড-১৩৭/ ৫নং ওয়ার্ড-২২৫/ ৬নং ওয়ার্ড-১৩৮/ ৭নং ওয়ার্ড- ৭৩/ ৮নং ওয়ার্ড- ৬৭/ ৯নং ওয়ার্ড-৪৬। মোট ৮৩৫টি