ভোলায় আওয়ামী লীগ এর প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

ভোলার কথা
ভোলার কথা সম্পাদক
প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ণ, জুন ২৩, ২০২১

 

স্টাফ রিপোর্টার।।
ভোলায় বাংলাদেশ আওয়ামীলীগ এর ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৭৩তম শুভ জন্মদিন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৩ জুন) সকালে ভোলা জেলা আওয়ামীলীগের আয়োজনে জেলা পরিষদ অডিটোরিয়ামে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে পৌরসভা ভবনের সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন নেতৃবৃন্দ।

উক্ত আলোচনা সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত ছিলেন, ভোলা সদর আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আলহাজ্ব তোফায়েল আহমেদ এমপি। এসময় তিনি তার বক্তব্যে আওয়ামীলীগের প্রতিষ্ঠার অতিত ইতিহাস তুলে ধরেন।

এসময় উপস্থিত ছিলেন ভোলা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল মোমিন টুলু, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোশাররফ হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার, ভোলা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লবসহ জেলা, উপজেলা, ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।