ভোলায় ব্যবসায়ীকে পিটিয়ে নগদ টাকা, মোবাইল ও মোটর সাইকেল নিয়ে যায় সন্ত্রসীরা

ভোলার কথা
ভোলার কথা সম্পাদক
প্রকাশিত: ৩:২৫ অপরাহ্ণ, জুন ৭, ২০২১

 

স্টাফ রিপোটার।।
ভোলার ধনিয়ায় নিজাম মেম্বারের বাড়ির সামনে রাতে ব্যবাসায়ীকে পথ গতিরোধ করে পিছনের থেকে মাথায় আঘাত করে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে সাথে থাকা ৪ লাখ টাকা,মোবাইল, মোটর সাইকেল ছিনতাই করে ছিনিয়ে নিয়ে যায় সফিক মাঝির ছেলে প্রাথমিক স্কুলে কর্মরত স্কুল পিয়ন সোহাগ ও তার বন্ধুরা তাকে রাস্তায় ফেলে পালিয়ে যাওয়ার অভিযোগ করেন ভুক্তভোগী।
ঘটনাটি ঘটেছে ধনিয়া ইউনিয়ন এর ৫ ওয়াডে রাত আনুমানিক ১২.৩০ মিনিটের সময় নিজাম মেম্বারের বাড়ির সামনে।
আহত ব্যবসায়ী কে রহমান কে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন নিজাম মেম্বারের ছেলে রাকিব।

আহত রহমান ভোলা সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডের ৪ নাম্বার কেভিনে চিকিৎসাধীন রয়েছেন।

এব্যাপারে আহত গ্যাস, তৈল, বিকাশ ব্যবসায়ী রহমান বলেন আমি আমার দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্য রওনা দিয়ে ৫ নং ওয়াডের নিজাম মেম্বারের বাড়ির দরজা পর্যান্ত গেলে রাস্তায় হঠাৎ কোন কথা বার্তা না বলেই আমাকে সফিক মাঝির ছেলে দাড় করার সাথে সাথে পিছনের থেকে হঠাৎ আমার মাথায় বাড়ি দিয়ে ফেলে দেয়।
আমি পরে যাওয়ার পরে আমার সাথে থাকা ৪ লাখ টাকা মোবাইল মোটর সাইকেল নিয়ে যায় এই পর্যান্ত আমার হুশ আছে।
পরে আমি হুশ হওয়ার পর থেকে দেখি আমি সদর হাসপাতালে ভর্তি।

আহত রহমান এর বাবা জানান আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ওয়াড মেম্বারকে জানাইছি।
থানায় অভিযোগ দিযেছি মামলা দায়েরর প্রস্তুতি চলছে।

সফিক মাঝি প্রতিবেদক কে জানান আমার ছেলে রাতে বাসায় ছিলো এটা সম্পূর্ণ মিথ্যা ভিত্তিহীন।

এব্যাপারে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এনায়েত হোসেন জানান অভিযোগ হাতে পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিবো।