ভোলায় বজ্রপাতে নারীর মৃত্যু

ভোলার কথা
ভোলার কথা সম্পাদক
প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, মে ৩১, ২০২১

 

স্টাফ রিপোর্টার।।
ভোলায় পাতা কুড়ানোর সময় বজ্রপাতের শব্দে হনুফা বেগম (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। সোমবার (৩১ মে) দুপুরে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের তিন খাম্বার আটবাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত হনুফা বেগমের বাড়ি আটবাড়ি এলাকায়। তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।

স্থানীয় সুত্রে জানা যায়, সোমবার দুপুরে বাড়ির পাশে সুপারি পাতা কুড়াচ্ছিলেন ৫০ বছর বয়সী হনুফা বেগম। এ সময় তার পাশে বজ্রপাত হলে তিনি পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়। ভোলা সদর হাসপাতালের চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই হনুফা বেগমের মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে বজ্রপাতের শব্দে তিনি স্ট্রোক করেছেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। তার মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে।