১২নং উত্তর দিঘলদী ইউনিয়নে (জাতীয় পরিচয় পত্র) বিতরণ কার্যক্রম শুরু

ভোলার কথা
ভোলার কথা সম্পাদক
প্রকাশিত: ৯:২৩ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২১

 

আশরাফুর রহমান ইমনঃ ভোলা সদর থানাধীন, ১২ নং উত্তর দিঘলদী ইউনিয়নে, যারা ২০১৯ সালে নতুন ভোটার হয়েছেন। সেই নতুন প্রজন্মকে স্মার্ট কার্ড বিতরনিয়, শুভ উদ্বোধনী কাজ শুরু করেন, উত্তর দিঘলদী ইউনিয়ন চেয়ারম্যান, আলহাজ্ব লিয়াকত হোসেন মনসুর। এ সময় পরিদর্শক হিসেবে উপস্থিত ছিলেন, জেলা নির্বাচন অফিসার, মোঃ আলাউদ্দিন আল মামুন এবং মোঃ মিজানুর রহমান খান উপজেলা নির্বাচন অফিসার ভোলা সদর। এ সময় কর্মসূচী ও দিকনির্দেশনা, দেখিয়েযান, আলহাজ্ব লিয়াকত হোসেন মনসুর, চেয়ারম্যান। তিনি বলেন, ২০১৯ সালে যারা নতুন ভোটার হিসেবে ছবি তুলেছেন এবং যাদের জন্ম তারিখ ১/১/২০০২ বা তার পূর্বে তারাই এ বিতরণ কর্মসূচীর আওতায় পরবেন।

এছাড়া তিনি আরো বলেন, জাতীয় পরিচয় পত্র পেতে হলে ভোটারকেই, উপস্থিত হতে হবে। তবে জরুরী কোনো কারণে যদি ভোটার উপস্থিত না হতে পারেন, তবে সেক্ষেত্রে শুধুমাত্র তার বাবা কার্ড গ্রহণ করতে পারবেন।

এছাড়াও অবশ্যই ভোটারকে তার নিবন্ধন স্লিপ সঙ্গে আনতে হবে, জাতীয় পরিচয় পত্রটি আপনাদের, সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হবে।