প্রকাশিত সংবাদের প্রতিবাদ

ভোলার কথা
ভোলার কথা সম্পাদক
প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, মার্চ ২৪, ২০২১

 

ভোলা থেকে প্রকাশিত দৈনিক ভোলার বাণী, আজকের ভোলাসহ বিভিন্ন পত্রিকায়,ইলেকট্রনিক মিডিয়া এবং অনলাইনে গত ২৩ ইং মার্চ ভুয়া মুক্তিযোদ্ধা মকবুল আহমেদের সনদ বাতিলের দাবিতে মানববন্ধন এই শিরোনামের প্রতি আমার দৃষ্টি গোচর হয়েছে, আমাকে নিয়ে যা লেখা হয়েছে তা সন্পুর্ণ মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত।
মূলত এলাকায় প্রতিপক্ষদের সাথে আমাদের জমি জমা নিয়ে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছে।এই বিরোধের জের ধরে গত ৬ মার্চ শনিবার দুপুর ১২ টার সময় আমাদের বসত ঘরের সামনে এসে আমাদের উপর আক্রমণ চালানোর চেস্টা করে এবং আমাদেরকে খুন-জখম করবে বলে হুমকি দেয় ও আমাদের ক্রয়কৃত সম্পত্তির বাগান থেকে গাছ কেটে নিবে এবং পুকুর হতে মাছ লুট করে নিবেন বলে হুমকি প্রদান করেন।আমার প্রতিপক্ষ দল আইন-কানুন বিচার-সালিশ কিছুই তোয়াক্কা করছেন না , এরই পরিপ্রেক্ষিতে গত ৭ ই মার্চ বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করি যার মামলা নম্বর ৫৫/২০২১ এরই পরিপ্রেক্ষিতে গত ২২ মার্চ সোমবার পূর্ব পরিকল্পিত ভাবে আমার বিরুদ্ধে ভাড়া করা লোকের মাধ্যমে মানববন্ধন করেন।এই মানব বন্ধনে কোন মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধার সন্তান ছিল না। মানববন্ধনে যা বলেছে তা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট। আমি একজন প্রকৃত মুক্তিযোদ্ধা, ১৯৭১ সালে দেশের জন্য যুদ্ধ করেছি।যুদ্ধকালীন সময়ের সকল ডকুমেন্টস আমার আছে। তাই বাংলাদেশ সরকার প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে যাচাই-বাছাই করে আমাকে সনদ প্রদান করে।এই মিথ্যা মানববন্ধন দিয়ে গত ২৩ মার্চ মঙ্গলবার বিভিন্ন পত্রিকায় ও ইলেকট্রনিক মিডিয়ায় আমার বিরুদ্ধে সংবাদ ছাপানো হয়। যা মুক্তিযুদ্ধের ,দেশের আইন পরিপন্থি ও জাতির জন্য লজ্জাজনক।
আমি এই মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি,।
মুকবুল আহমেদ
বীর মুক্তিযোদ্ধা, ২ নং পূর্ব ইলিশা ৭ নং ওয়ার্ড ভোলা সদর, ভোলা,