কাচিয়ার মাঝের চরে জেলে ও সাধারণ পরিবারের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ করলেন জেলা প্রশাসক
(স্টাফ রিপোর্টার)
ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের সংযুক্ত এলাকা বিছিন্ন মাঝের চরে প্রাকৃতিক দূর্যোগের সময় ঝুঁকিপূর্ণ চরবাসীর সুরক্ষার জন্য সুরক্ষা সামগ্রী বিতরণ ও ব্যবহার বিষয়ক ওরিয়েন্টেশন কার্যক্রম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ৪নং কাচিয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে কাচিয়া মাঝের চরে লোকাল গভর্ণমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেট চেঞ্জ এর সার্বিক সহযোগিতায় ৬শ’ ৩০ জন জেলে, অসহায় ও সাধারণ পরিবারের মাঝে সুরক্ষা সামগ্রী হিসেবে প্রতি জনকে ২ টি করে লাইফ জ্যাকেট ও ১ টি করে বয়া বিতরণ করা হয়।
কাচিয়া ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান ও জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব জহুরুল ইসলাম নকিব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) শংকর কুমার বিশ্বাস, উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ মিজানুর রহমান সোহেল প্রমুখ।