১৫ টাকা তেলের দাম বাড়ার অজুহাতে ভোলা থেকে চট্টগ্রাম যাওয়া বাসগুলো হাতিয়ে নিচ্ছে অতিরিক্ত ভাড়া

ভোলার কথা
ভোলার কথা সম্পাদক
প্রকাশিত: ৬:৪১ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২১

 

মোঃ বাবুল রানা ভোলা জেলা প্রতিনিধিঃ

মজুচৌধুরী হাট থেকে থেকে চট্টগ্রাম ফ্রি পোর্ট ভাড়া বেড়েছে জনপ্রতি ১৫০ টাকা। হঠাৎ ভাড়া বাড়ায় বিপাকে পড়েছেন চট্টগ্রামগামী যাত্রীরা। আবার ভাড়া নিয়ে তর্কবিতর্ক হচ্ছে গাড়ির সুপারভাইজার ও যাত্রীদের মাঝে।

বুধ (১০ নভেম্বর) সকাল ১০টায় মজু চৌধুরীর হাট থেকে চট্টগ্রাম ফ্রি পোর্ট যাওয়ার বাস কাউন্টারে মুখোফোনে কথা বলে জানা যায়, সানিয়া এন্টারপ্রাইজে চট্টগ্রামগামী যাত্রীদের কাছ থেকে ভাড়া নেওয়া হচ্ছে ৩৫০ টাকা। এর আগে ভাড়া ছিলো ২০০থেকে ২৫০ টাকা।

১৫ টাকা তেলের দাম বাড়ার অজুহাতে মজু চৌধুরীর হাট থেকে চট্টগ্রামে যাও বিভিন্ন বাসগুলো হাতিয়ে নিচ্ছে অতিরিক্ত ভাড়া। আর বাড়তি ভাড়া দিতে হিমশিম খাচ্ছেন সাধারণ যাত্রীরা।

চট্টগ্রামগামী সানিয়া পরিবহনে বসে থাকা যাত্রী শিপন বলেন, ‘১৫ টাকা তেলের দাম বাড়ার কারণে এতোগুলো ভাড়া বেশি দিতে হচ্ছে। এর আগে ২০০ থেকে ২৫০ টাকায় চট্টগ্রাম যাচ্ছিলাম। আজ সেই ভাড়া নিলো ৩৫০ টাকা, এটা কি মগেরমুল্লুক?’

শাহিদা নামে আরেক যাত্রী বলেন, ‘লোকসান তো সরকার বা কোনো কোম্পানির হয় না, হয় আমাদের মতো সাধারণ মানুষের। সুযোগে সবাই সৎব্যবহার করে?৩০ থেকে ৪০ টাকা ভাড়া বাড়ালে তাও পারা যায়। ১৫০ টাকা কীভাবে সম্ভব

ভাড়া বেশি নেওয়ার বিষয়ে সানিয়া এন্টারপ্রাইজের সুপারভাইজার আব্দুল রহিম বলেন, ‘তেলের দাম বাড়ানো হয়েছে। এ জন‌্য ভাড়া বেশি নেওয়া হচ্ছে।’