চট্টগ্রামে ট্রাকের ধাক্কায় ভোলার ৩ শ্রমিকের মৃত্যু
অনলাইন ডেস্ক –
চট্টগ্রাম নগরীতে বালিবাহী ট্রাকের ধাক্কায় অটোরিকশার আরোহী তিনজনের মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে নগরীর বহদ্দারহাট-শাহআমানত সেতু সংযোগ সড়কের রাহাত্তারপুল ব্লুমিং পার্ক কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অটোরিকশা চালক মো. অহিদ মিয়া (৫৫), মো. শহীদ মাঝি (৬২) ও মো. আব্দুল মান্নান (৪০)।
বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, মাহিন্দ্রা নামে পরিচিত সিএনজিচালিত অটোরিকশাকে বালিবাহী ডাম্পার ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে তিনজন মারা যায়। চারজনকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
হতাহতরা সবাই শ্রমিক এবং তারা ভোলা জেলার বাসিন্দা বলে জানান ওসি। দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছে। ট্রাকটি আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. জহিরুল হক ভুঁইয়া জানান, দুর্ঘটনার পরপর আহতদের হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন। চারজন হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন।