ভোলায় করোনা টিকার কার্যক্রম সফল করতে প্রশিক্ষণ শুরু
ভোলায় করোনার টিকা কার্যক্রম সফল করতে স্বাস্থ্য কর্মকর্তা সহ বিভিন্ন কর্মকর্তাদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ভোলা সদর হাসপাতালে ইপিআই সেন্টারে এই প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। ভোলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে প্রশিক্ষনে ভোলা বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর স্বাস্থ্য কর্মকর্তা, উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা, মেডিক্যাল অফিসার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, এমওএমটি এইচএফপি এবং এমপি ইপিআই উপজেলা পর্যায়ের ৪০ জনকে নিয়ে এই প্রশিক্ষন অংশ নেয় । প্রশিক্ষনের অনুষ্ঠানিক উদ্বোধন করেন ভোলা সিভিল সার্জেন ডা: সৈয়দ রেজাউল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মাহামুদুল হক আযাদ । এ প্রশিক্ষকরা উপজেলা পর্যায়ে করোনা টিকাদানের সঙ্গে সম্পৃক্তদের প্রশিক্ষন দেয়া হচ্ছে ভ্যাকসিন দেয়ার জন্য। উল্লেখ্য, জেলা প্রথম দফার ৬০ হাজার ডোজ করোনা টিকা পৌঁছেছে।