প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২১
ভোলার প্রবীণ শিক্ষক মোতাহার মাষ্টারের ইন্তেকাল
স্টাফ রিপোর্টার।
উত্তর ভোলার প্রবীণ আওয়ামীলীগ নেতা, ইলিশা ইউসি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোতাহার হোসেন মাষ্টার (৮৫) আজ রাত আটটায় ভোলা শহরের গাজীপুর রোডস্থ বাসায় মৃত্যুবরণ করেন।
তিনি ভোলা জেলা যুব মহিলা লীগ এর আহ্বায়ক খাদিজা আক্তার স্বপ্না ও জেলা ছাত্রলীগ এর সহ সভাপতি জাকারিয়া হোসেন অমি’র বাবা এবং ভোলা সদর উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক, ইলিশা ইউনিয়নের চেয়ারম্যান হাছনাইন আহমেদ হাছান মিয়ার খালু।
তিনি ৫ মেয়ে ১ ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
মোতাহার মাষ্টারের মৃত্যুতে ভোলা জেলা আওয়ামীলীগ নেতৃবৃন্দ এবং জেলার শিক্ষক সমাজসহ বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন।