ভোলায় কাউন্সিলর প্রার্থীর ওপর হামলার অভিযোগে সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টার।
ভোলা সদর উপজেলার পৌর ১নং ওয়ার্ডে দুই কাউন্সিলর প্রার্থী সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার সকাল সাড়ে সাতটার দিকে পৌর ১নং ওয়ার্ডের ইলিশা বাসষ্টান ভদ্রের পোল সংলগ্ন জায়গায় এ ঘটনা ঘটে।
কাউন্সিলর দুই প্রার্থী হলেন, অবিনাশ নন্দী ও মনজুর আলম।
ঘটনার পর দুপুর ১টায় ভোলা কুইন আইল্যান্ড কিচেন হোটেলে কাউন্সিলর প্রার্থী অবিনাশ নন্দী সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদ সম্মেলনে অবিনাশ নন্দী জানান, বুধবার সকাল সাড়ে সাতটার দিকে তিনি ও তাঁর ১৫ থেকে ২০ জন সমর্থক ভদ্রের পোল সংলগ্ন জায়গায় তাঁর পক্ষে সমর্থন ও ভোট দেওয়ার জন্য দোয়া চাচ্ছেন।এমন সময় তাঁর প্রতিদ্বন্দী প্রার্থী মনজুর আলম ও তাঁর আপন বড় ভাই বিএনপির নেতা রাইসুল আলম, ইয়ারুল আলম লিটন, মাইনুল আলমসহ ২৫ থেকে ৩০ জন দেশীয় অস্ত্র, রামদা, লোহার রড ও চাইনিজ কুড়াল নিয়ে তাদের উপর অতর্কিত হামলা চালায়।
হামলায় তিনিও তাঁর সমর্থক মোস্তফা চৌধুরী, নোমান, পার্থ নন্দী, সুমন দে, ও শুভসহ ৫ থেকে ৭ জন গুরুতর আহত হয়।
সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, এ ঘটনায় ভোলা সদর মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।
প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থী মঞ্জুরুল আলম বলেন অভিনাশ নন্দী আমার সমর্থকদের উপর হামলা করে উল্টো মিথ্যা অভিযোগ করছে