নয় পেরিয়ে দশে পদার্পণ, সবার সাথে এশিয়ান টেলিভিশন”
মোঃ ইলিয়াছ চৌধূরী।।
এই শ্লোগানকে সামনে নিয়ে ভোলা জেলার স্টাফ রিপোর্টার এম এন আলম এর তত্ত্বাবধানে
জাঁকজমকপূর্ণভাবে ভোলা জেলা প্রেসক্লাবে আজ কেক কাটার মাধ্যমে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আজ-১৮ ই জানুয়ারি ২০২২ ইং দেশের সুনামধন্য জনপ্রিয় স্যাটেলাইট এশিয়ান টেলিভিশনের নবম বর্ষপূর্তি অনুষ্ঠানের মাধ্যমে দশম বছরে পদার্পণ করল।
এই অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করতে ভোলা জেলার স্টাফ রিপোর্টার এম এন আলম জেলার গুণীজনদের কে সাথে নিয়ে ভোলা প্রেসক্লাবে বর্ষপূর্তি কেক কাটার মাধ্যমে অনুষ্ঠান শুরু করে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,প্রবীণ সাংবাদিক জেলা বি টিভির জেলা প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ আবু তাহের,
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ সাইফুল ইসলাম মহোদয়,
আরো উপস্থিত ছিলেন ভোলা জেলার অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ ফরহাদ হোসেন,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার মহা ব্যবস্থাপক জনাব মোঃ মহিন সাহেব।
ভোলা সদর পৌর আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি, জনাব মোঃ নাজু মুল্লাহ নাজু।
পৌর আওয়ামীলীগের সংগ্রামী সাধারন সম্পাদক, জনাব শাহ মোহাম্মদ আলী নেওয়াজ পলাশ।
প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, জনাব মোঃ সামসুল আলম মিঠু,
সিনিয়র সাংবাদিক প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ ফারুক আহমেদ,
এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার ও আমাদের মাতৃভূমি পত্রিকার ব্যুরো চীফ বরিশাল বিভাগ, এম এন আলম,
সাংবাদিক মোহাম্মদ বশির আহমেদ,
জেলা মাই টিভির প্রতিনিধি, জনাব মোঃ আরিফ হোসেন লিটন,
ভোলার কথা পত্রিকার সম্পাদক জনাব ও দৈনিক আজকের বরিশাল জেলা প্রতিনিধি, জনাব মোঃ ইলিয়াছ চৌধূরী,
আরো বিভিন্ন গণমাধ্যম সাংবাদিক ভাই ও বোনেরা উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে ভোলা জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয় তার গুরুত্বপূর্ণ শুভেচ্ছা বক্তব্যে বলেন যে, পুলিশ এবং সাংবাদিক এরা হলো ভাই ভাই, এরা উভয়েই সমাজের খারাপ কাজ করা ব্যক্তিদের কে তাদের দায়িত্বশীল কর্মের মাধ্যমে আইডেন্টিফাই করে তুলে ধরেন।
আপনারা সাংবাদিকরা তথ্য প্রমাণের ভিত্তিতে সমাজের অন্যায়কারীদের কে সংবাদের মাধ্যমে আপনারা তুলে ধরেন তাহা আমরা প্রশাসন কার্যকরী ব্যবস্থা নেই।
জেলার সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা, আজ অনুষ্ঠানের সভাপতি জনাব মোঃ আবু তাহের, এশিয়ান টেলিভিশনের বছর পূর্তি উপলক্ষে জেলা স্টাফ রিপোর্টার এম এন আলম কে ধন্যবাদ জানিয়ে এশিয়ান টেলিভিশনের উত্তরোত্তর মঙ্গল কামনা করেন।
উক্ত অনুষ্ঠানের পরিচালনাকারী এবং জেলা এশিয়ান টেলিভিশনের স্টাফ রিপোর্টার এম এন আলম তার শুভেচ্ছা বক্তব্যে বলেন যে, আজ আমি আমার এই জেলার সম্মানিত গুণীজনদের নিয়ে এই অনুষ্ঠানকে সাফল্যমন্ডিত করার জন্য সর্বপ্রথম মহান আল্লাহ সুবহানাহু তা’আলার দরবারে শুকরিয়া আদায় করি, এবং তিনি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের কে সালাম ও এশিয়ান টেলিভিশনের পক্ষ হইতে শুভেচ্ছা প্রদান করেন।
পরিশেষে সকলকে কেক মিষ্টি মুখ করে অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অনুষ্ঠান মুলতবি করেন।