ভোলার পশ্চিম ইলিশায় ইউপি নির্বাচনকে সামনে রেখে রহুল আমিন মাস্টারের শোডাউন
- ডেস্ক নিউজ।।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ভোলায় সরব হয়ে উঠেছেন চেয়ারম্যান প্রার্থী গন। এরই ধারাবাহিকতায় ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশা ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী সদর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও জাংগালিয়া স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক রহুল আমিন মাস্টার মোটরসাইকেল শোডাউন করেছেন।
মঙ্গলবার (১২ অক্টোবর) বিকেলে রহুল আমিন মাস্টারের নিজ বাড়ির দরজায় সমানে থেকে দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে শোডাউনটি পশ্চিম ইলিশা ইউনিয়নের ৯টি ওয়ার্ড ও সড়ক প্রদক্ষিণ করে পূনরায় এই স্থানে এসে শেষ হয়। শোডাউন শেষে এক পথসভায় রহুল আমিন মাস্টারের, ইউ পি নির্বাচনের প্রস্তুতি হিসেবে এ শোডাউন।
এসময় তিনি সকলের কাছে দোয়া কামনা করে বলেন, আমার কারো সাথেই কোন প্রকার বৈরিতা নেই। এমনকি দলমত নির্বিশেষে উপজেলা ও ইউনিয়নের সকল মানুষের সাথে সৌহার্দ্যপ‚র্ণ সম্পর্ক রয়েছে- যা অন্য অনেকের তুলনায় বেশি বলেই আমার বিশ্বাস। দল আমাকে মনোনয়ন দিলে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে জয় ছিনিয়ে আনবো ইনশাআল্লাহ্।
তিনি আরো বলেন, আমি নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাট, কালভার্টসহ উন্নয়নমূলক কর্মকাণ্ডপরিচালনা করব। সবাইকে নিয়ে যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো। সবার আন্তরিকতা, দোয়া, ভালোবাসা আর অকুণ্ঠ সমর্থন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হলে সবার সহযোগিতায় এ ইউনিয়নে বাল্যবিয়ে, যৌতুক, তালাক ও নারী নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগ নেয়া হবে।
যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠান, জীবনমান উন্নয়নসহ একটি দুর্নীতিমুক্ত ডিজিটাল ও আধুনিক,ইউনিয়নে রূপান্তর করা হবে। প্রতিটি ওয়ার্ডে একটি করে ওয়ার্ড উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়ন কমিটি গঠন করা হবে। মুক্তিযুদ্ধের চেতনায় একটি সমৃদ্ধ ডিজিটাল ইউনিয়ন গড়াই হবে মূল লক্ষ্য। উন্নয়নের মাধ্যমে পশ্চিম ইলিশাকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রতিশ্রতি দেন।
উল্লেখ্য, রহুল-আমিন মাস্টার পশ্চিম ইলিশা ইউনিয়নের ১৯৯৮ সাল থেকে ২০১৩ সাল দীর্ঘ ১৫ বছর যাবত চেয়ারম্যান ছিলেন।