প্রকাশিত: ১০:৫৭ পূর্বাহ্ণ, অক্টোবর ১২, ২০২১
২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ী আটক।
ডেস্ক নিউজ।
১১-১০-২০২১ তারিখ ২২.১০ ঘটিকায় সময় এসআই (নিঃ)/ মোঃ আবুল হোসেন, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলা সংগীয় অফিসার ও ফোর্স সহ মাদক উদ্ধার অভিযান পরিচালনা করিয়া ভোলা সদর মডেল থানাধীন ভোলা পৌরসভা ০৫নং ওয়ার্ডস্থ খালের পাড় রোড মেসার্স আনোয়ার ব্রাদার্স এর সামনে কাঁচা হইতে মাদক ব্যবসায়ী ০১। শ্রী প্রবীর চন্দ্র দে (৫৮), পিতা-মৃত চিত্তরঞ্জন দে, সাং- ওয়েষ্টান পাড়া, ০৬নং ওয়ার্ড, ভোলা পৌরসভা, ০২। মোঃ রিপন হাওলাদার (৫১), পিতা- মৃত হোসেন আলী হাওলাদার, সাং- দপদরিয়া, থানা- নলছিটি, জেলা- ঝালকাঠি, বর্তমান ঠিকানাঃ- গাজীপুর রোড, ০২নং ওয়ার্ড, (জাহাঙ্গীর মিয়ার ভাড়াটিয়া), ভোলা পৌরসভা, থানা ও জেলা- ভোলাদ্বযের নিকট হইতে ২০ (বিশ) পিছ ইয়াবা ট্যাবেলট সহ গ্রেফতার করা হয়। আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন।