প্রকাশিত: ৯:১৪ অপরাহ্ণ, অক্টোবর ১১, ২০২১
ভোলার প্রবীণ আইনজীবী এ্যাড. শহিদুল্লাহ আর নেই
ডেস্ক নিউজ।
ভোলা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারন সম্পাদক, প্রবীণ আইনজীবী আলহাজ্ব এ্যাডভোকেট মো: শহিদুল্লাহ (উকিল) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।সোমবার (১১ অক্টোবর) ভোর ৬ টা ১০ মিনিটের সময় তার নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
পরিবার সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন যাবৎ নানান ঝটিল রোগে আক্রান্ত ছিলেন।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি তিন ছেলে, এক স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে ভোলায় শোকের ছায়া নেমে এসেছে। ভোলা জেলা আইনজীবী সমিতি, জেলা আওয়ামীলীগ, জেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।