প্রকাশিত: ৩:২০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২২, ২০২১
ইলিশা ইউপি থেকে মাদকসহ ১ জন আটক।
অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা ভোলার সার্বিক তত্ত্বাবধানে ২১-০৯- ২০২১ তারিখ ২৩:১৫ ঘটিকায় সময় এসআই (নিঃ) /মোঃ হাফিজুর রহমান, জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলা সংগীয় ফোর্স সহ মাদক উদ্ধার অভিযান ডিউটিকালে ভোলা সদর মডেল থানাধীন ইলিশা ইউনিয়নস্থ ০২নং ওয়ার্ডের বাঘার হাওলা সাকিনের জনৈক মোঃ সিরাজ বেপারী, পিতা-মানিক বেপারী এর বাড়ির সামনে পূর্ব পাশে ভোলা ইলিশা পাকা রাস্তার উপর হইতে মাদক ব্যবসায়ী ০১। মোঃ জাকির হোসেন মীর (৩২), পিতা-মোঃ শাহ আলম মীর, সাং-ইলিশা বাঘার হাওলা, ৫নং ওয়ার্ড, থানা ও জেলা- ভোলা এর নিকট হইতে অবৈধ মাদকদ্রব্য ১০০ (একশত) গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা সহ গ্রেফতার করেন। আসামীর বিরুদ্ধে মাদক মামলা প্রক্রিয়াধীন।