মনপুরা প্রেসক্লাবের সাথে ভোলার বাণী’র সম্পাদকের মতবিনিময়
ভোলার বাণী রিপোর্টঃ
মনপুরা প্রেসক্লাবের সদস্যদের সাথে দৈনিক ভোলার বাণী’র সম্পাদক মুহাম্মদ মাকসুদুর রহমানের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। গত ৩ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় প্রেসক্লাব মিলনায়তনে এ মত বিনিময় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভোলার বাণীর বিভিন্ন রিপোর্টিং এবং মনপুরা সাংবাদিকদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
মনপুরা প্রেসক্লাবের সভাপতি ও মানবজমীন প্রতিনিধি আলমগীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলার বাণী’র সম্পাদক মুহাম্মদ মাকসুদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন মনপুরা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সমকাল প্রতিনিধি আমির হোসেন, সাধারণ সম্পাদক ও ইত্তেফাক প্রতিনিধি সালাহ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি আবদুল্লাহ জুয়েল, শীর্ষবাণী ডটকম প্রতিনিধি অহিদুর রহমান, যায়যায় দিন প্রতিনিধি শীমান্ত হেলাল, সময়ের চিত্র প্রতিনিধি শহিদুল ইসলাম, ভোলার বাণী’র বিশেষ প্রতিনিধি শাহীন কাদের, স্টাফ রিপোর্টার ইয়ামিন হোসেন এবং আমার সময় ও ভোলার বাণী’র প্রতিনিধি নজরুল ইসলাম মামুন প্রমূখ।