প্রকাশিত: ৭:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১, ২০২১
ভোলায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
জেলা প্রতিনিধি ভোলা।।
ভোলায় পানিতে ডুবে মোঃ আদনান (০৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১ সেপ্টেম্বর) দুপুরে ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড মধ্য রতনপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আদনান ওই গ্রামের আলী মিয়া মাতব্বর বাড়ির মোঃ রাকিবের এর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটির মা সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন, এসময় শিশুটি বাড়ির উঠানে খেলছিল। কিছুক্ষণ পর সন্তানকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন মা। কোথাও না পেয়ে বাড়ির পুকুরে খুজতে গেলে শিশুটিকে ভাসমান অবস্থায় মৃত পাওয়া যায়।
ভোলা থানার (ওসি) তদন্ত মোঃআরমান হোসেন আগামী নিউজ কে জানান, এমন কোনও সংবাদ পাননি, তবুও ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ঘটনার তদন্ত করে দেখা হবে।