প্রকাশিত: ১০:৫৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২১
ভোলায় হারিয়ে যাওয়া শিশু নাহিদকে পরিবারের কাছে ফিরিয়ে দিলো পুলিশ
ইলিয়াছ চৌধূরী।
অদ্য ইং-২৩/০১/২০২১ তারিখ রাত অনুমান ০৮:৩০ ঘটিকায় একজন হারিয়ে যাওয়া শিশু নাহিদ (০৬), পিতা-জামাল বেপারি, সাং-মুহুরীপট্টি, থানা-দক্ষিন কেরানীগঞ্জ, জেলা-ঢাকা।শিশুটিকে ভোলা সদর থানাধীন ভোলা ভেদুরিয়া লঞ্চঘাট এলাকা হইতে উদ্ধার পূর্বক অদ্য ইং-২৩/০১/২০২১ তারিখ রাত অনুমান ০৮:৩০ ঘটিকায় শিশুটির বোন জামাই মোঃ শরিফ, পিতা-আঃ রব মাঝি, সাং-চর সামাইয়া, ০৯ নং ওয়ার্ড, থানা ও জেলা-ভোলা এর নিকট হস্তান্তর করা হয়েছে।এসময় উপস্থিত ছিলেন অফিসার ইন চার্জ ভোলা সদর মডেল থানা,ভোলা এবং প্রবেশন অফিসার/মিহির কুমার পাইক,সদর উপজেলা,ভোলা এছাড়াও উপস্থিত ছিলেন হেল্প ডেস্ক অফিসার/এইচ এম শহিদুল ইসলাম,ভোলা সদর মডেল থানা, ভোলা।