সাংবাদিক রোজিনা ইসলাম কে হেনস্তা’র প্রতিবাদ ও তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবীতে ভোলা জেলা অনলাইন প্রেসক্লাব এর উদ্যোগে মানববন্ধন।

ভোলার কথা
ভোলার কথা সম্পাদক
প্রকাশিত: ২:৪২ অপরাহ্ণ, মে ২২, ২০২১

 

আজ ২২/০৫/২০২১ খ্রিঃ ১১ঃ২০ হতে ১২ঃ১০ ঘটিকা পর্যন্ত ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখে দৈনিক প্রথম আলো’র অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলাম কে হেনস্তা’র প্রতিবাদ ও তার বিরুদ্ধে দায়েরকৃত কথিত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ভোলা জেলা অনলাইন প্রেসক্লাব এর উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নেতৃত্ব দেন ভোলা জেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক তুহিন খন্দকার ।

এছাড়াও, অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাগর চৌধুরী, ভোলা জেলা অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এম সরোয়ার, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান; দৈনিক ভোলা টাইমস এর সম্পাদক রাজীব হোসেন,বোরহানউদ্দিন অনলাইন প্রেসক্লাবের সভাপতি,এইচ এম এরশাদ, লালমোহন অনলাইন প্রেসক্লাবের সভাপতি সালমা জাহান বুলু, ভোলা টিভি ২৪ এর সম্পাদক ও প্রকাশক মোঃ ইকবাল হোসেন সহ স্থানীয় সাংবাদিকগণ।

উক্ত মানববন্ধন কর্মসূচিতে ভোলা জেলা’র লালমোহন, চরফ্যাশন উপজেলা হতে আগত অনলাইন প্রেস ক্লাবের সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
মানববন্ধন কর্মসূচিতে বক্তারা দৈনিক প্রথম আলোর অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তার প্রতিবাদ ও তার বিরুদ্ধে কথিত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
মানববন্ধন কর্মসূচি শেষে সাংবাদিক নেতৃবৃন্দ ভোলা শহরে এক প্রতিবাদ মিছিল বের করে শান্তিপূর্ণ ভাবে কর্মসূচি শেষ করেন।