ভোলায় ব্যাটারি চালিত অটোরিক্সা চালকদের সাথে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত।
মোঃ পারভেজ হোসেন বাঁধন
সাম্প্রতিক সময়ে ভোলা সদর সহ বিভিন্ন স্থানে ব্যাটারি চালিত অটোরিক্সা চুরির ঘটনা বৃদ্ধি পেয়েছে। অপরাধের বিস্তার ঠেকাতে এবং ভবিষ্যতে এইরুপ কোন ঘটনা যেন আর ঘটতে না পারে সেই লক্ষ্যে থানা কম্পাউন্ডে ভোলা সদর এলাকার ব্যাটারি চালিত অটোরিক্সা চালকদের একটি মতবিনিময় সভা আয়োজন করা হয়। শনিবার (৮ মে) দুপুরে ভোলা সদর মডেল থানা কম্পাউন্ডে পুলিশের সাথে ব্যাটারী চালিত অটোরিক্সা চালকদের সাথে এই সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ মহসিন আল ফারুক, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, ভোলা। আরো উপস্থিত ছিলে, ভোলা সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ এনায়েত হোসেন এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) জনাব মোঃ আরমান হোসেন।
আলোচনা সভায় পুলিশ কর্মকর্তাগন অটোরিক্সা ড্রাইভারদের সর্বোচ্চ সতর্কতার সাথে রাস্তায় চলাচল করতে নির্দেশনা প্রদান করেন। রাতে অটোরিক্সা নিয়ে যাত্রী পরিবহনে সতর্কতা অবলম্বন করার পাশাপাশি কাউকে সন্দেহ হলে সাথে সাথে থানা পুলিশ অথবা জাতীয় জরুরী সেবা নম্বর-999 এ সংবাদ প্রদানের নির্দেশনা দেন।