প্রকাশিত: ৭:৪৫ অপরাহ্ণ, মে ৭, ২০২১
উত্তর দিঘলদীতে ইয়াবাসহ মাদক কারবারি আটক

স্টাফ রিপোর্টার।।
ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ঘুইংগার হাট এলাকা হইতে ৯ পিস ইয়াবাসহ সুজন হাওলাদার (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ। বৃহস্পতিবার (৬ মে) মধ্যরাতে ঘুইংগার হাট এলাকা থেকে তাকে আটক করা হয়।
ভোলা সদর মডেল থানা সূত্রে জানা গেছে, অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা ভোলার সার্বিক তত্ত্বাবধানে, এস আই (নিঃ) মানিক লাল হালদার ও সংগীয় ফোর্সের অভিযানে মাদক কারবারি সুজন হাওলাদারকে আটক করে। মাদক কারবারি সুজন হাওলাদার ভোলা পৌরসভার ২নং ওয়ার্ডের মোঃ আহম্মদউল্লাহার ছেলে। মাদক মামলা রুজু হয়েছে।