ভোলায় পৌরসভা নির্বাচন ২৮ ফেব্রুয়ারী
রাকিব হাওলাদারঃ ৫ম ধাপে ৩১টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে ২৮ ফেব্রুয়ারী। তারেই সাথে সাথে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ৫ম ধাপেই হতে যাচ্ছে ভোলা পৌর নির্বাচন। আগামী ২৮ ফেব্রুয়ারি ভোলা পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইসি সচিব মোঃ আলমগীর। একই দিনে ভোলার চরফ্যশন পৌরসভার নির্বাচনও অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (১৯জানুয়ারি) ইসি সিনিয়র সচিব মোঃ আলমগীর এ তথ্য জানান।
পৌরসভাগুলো হলো- লক্ষ্মীপুরের রায়পুর, চাপাইনবাবগঞ্জের নাচোল, হবিগঞ্জের হবিগঞ্জ, বগুড়ার বগুড়া, মানিকগঞ্জর সিঙ্গাইর, কিশোরগঞ্জের ভৈরব, ভোলা সদর, ভোলার চরফ্যাসন, জামালপুরের ইসলামপুর, জামালপুর, মাদারগঞ্জ, দেয়ানগঞ্জ, চাদপুরের মতলব, রাজশাহীর দূর্গাপুর, চারঘাট, যশোরের কেশবপুর, যশোর, চট্টগ্রামের রাউজান, মীরসরাই, রাঙ্গুনিয়া, বারইয়ারহাট, চাঁদপুরের শাহরাস্তি, মাদারীপুরের শিবচর, মাদারীপুর, রংপুরের হারাগাছ, ব্রাক্ষ্মণবাড়িয়ার ব্রাক্ষ্মণবাড়িয়া, ঝিনাইদহের কালিগঞ্জ, মহেশপুর, জয়পুরহাটের জয়পুরহাট, ময়মনসিংহের নান্দাইল, গাজীপুরের কালিগঞ্জ।