ভোলায় ৮০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

ভোলার কথা
ভোলার কথা সম্পাদক
প্রকাশিত: ৪:০২ অপরাহ্ণ, মে ৪, ২০২১

 

স্টাফ রিপোর্টার।।
ভোলা সদর উপজেলার কাচিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড হইতে ৮০ পিস ইয়াবাসহ জাবেদ আলি (২৮) ও ইমরান হাওলাদার (৩০) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ। সোমবার (৩ মে) সন্ধ্যায় কাচিয়া পরানগঞ্জস্থ ১নং ওয়ার্ড হইতে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৮০ পিস ইয়াবা জব্দ করে পুলিশ।

ভোলা সদর মডেল থানা সূত্রে জানা গেছে, ভোলা জেলা ডিবি পুলিশের অফিসার এর সার্বিক তত্ত্বাবধানে, এস আই (নিঃ) মোঃ হাফিজুর রহমান ও সংগীয় ফোর্সের মাদক অভিযানে মাদক ব্যবসায়ী জাবেদ আলী ও ইমরান হাওলাদারকে আটক করা হয়। মাদক ব্যবসায়ী জাবেদ আলী মেহেরপুর জেলার মহাজন পুর গ্রামের মোঃ ফজর আলীর ছেলে। এবং মাদক ব্যবসায়ী ইমরান হাওলাদার ভোলা পৌরসভা ১নং ওয়ার্ডের মৃত আঃ মালেক হাওলাদারের ছেলে। উভয়ের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে।