ভোলায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

ভোলার কথা
ভোলার কথা সম্পাদক
প্রকাশিত: ৯:৩২ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০২১

 

রাকিব হাওলাদার।।
ভোলার ভেদুরিয়া থেকে এক কেজি গাঁজাসহ জামাল উদ্দিন নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ এপ্রিল) রাতে সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের চরকালী এলাকা থেকে তাকে আটক করা হয়।
ভোলা সদর থানা সূত্রে জানা গেছে, ডিবির অফিসার ইনচার্জ মোঃ শহীদুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) শংকর কুমার ঘোষ, এসআই (নিঃ) আসাদুজ্জামানসহ সংগীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে ভেদুরিয়া ইউনিয়নের ০৩নং ওয়ার্ডে পশ্চিম চরকালী এলাকা থেকে মোঃ জামাল উদ্দিন (৫০)কে এক কেজি গাঁজাসহ আটক করা হয়। মাদক ব্যবসায়ী জামাল উদ্দিন ওই এলাকার মৃত. মোঃ ইউছুফ পন্ডিত এর ছেলে। জামালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।