প্রকাশিত: ৯:৫৭ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২১
ভোলায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
ভোলায় ৪০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতা
ভোলা প্রতিনিধিঃ ভোলা সদর উপজেলার ভেদুরিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের চরকালি গ্রামে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে ৪০ পিস ইয়াবাসহ মোঃ নুর নবী চৌকিদার (২৯) নামে এক মাদক ব্যবসায়ী গ্রেফতার। তিনি ভেদুরিয়া ইউনিয়নের চরকালি গ্রামের ২নং ওয়ার্ডের বাসিন্দা পিতা মোঃ আলমগীর চৌকিদার বলে জানা গেছে।
শুক্রবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ভোলায় কর্মরত এসআই (নিঃ) মোঃ আসাদুজ্জামান খান ও সঙ্গীয় অফিসার ফোর্স এর অভিযানে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পূর্বেও মাদক মামলা রয়েছে এবং পূর্নরায় মাদক মামলা প্রক্রিয়াধীন।