আজ ভোলায় আসবেন হাফিজুর রহমান সিদ্দিকী (কুয়াকাটা)

ভোলার কথা
ভোলার কথা সম্পাদক
প্রকাশিত: ১২:১৫ পূর্বাহ্ণ, মার্চ ১১, ২০২১

 

(স্টাফ রিপোর্টার) রাকিব হাওলাদার।।
আজ বৃহস্পতিবার (১১ই মার্চ) ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের নাছির মাঝি যুব তাফসির কমিটির উদ্দ্যোগে ৩দিন ব্যাপি তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিনে (বাদ যোহর) প্রধান অতিথি হিসেবে, আখেরী মোনাজাত পরিচালনা করবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বক্তা, খতিবুল উম্মা, আলহাজ্ব হযরত মাওলানা হাফিজুর রহমান সিদ্দিকী (কুয়াকাটা) পিন্সিপাল, জামিয়া তালীমিয়া মাদরাসা ঢাকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, হযরত মাওলানা হেদায়েতউল্লাহ আজাদী সাহেব। পরিচালক ইসলামী একাডেমী, ঢাকা।

উক্ত মাহফিলে, সভাপতিত্বে করিবেন, মাওলানা আবুল কালাম আজাদ। খতিব, জয়নাল আবেদিন মেম্বার বাড়ি দরজার জামে মসজিদ। মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায়, এমদাদ হোসেন কবির। চেয়ারম্যান, ৬নং ধনিয়া ইউনিয়ন পরিষদ, ভোলা ও সভাপতি, তাফসির মাহফিল কমিটি।

অতএব উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে দলে দলে যোগদান করে দোজাহানের অশেষ নেকী হাসিল করুন।