প্রকাশিত: ৩:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২১
ভোলায় সুপারি বাগান থেকে লাশ উদ্ধার
ভোলা সদর উপজেলার ৭নং শিবপুর ইউনিয়নে সুপারি বাগানের ভিতর পরে থাকা এক ব্যক্তির লাশ উদ্ধার।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৬ টার দিকে শিবপুর ৬ নং ওয়ার্ডের কেরানি বাড়ির পেছনে সলেমন মাস্টারের সুপারি বাগান থেকে জাকির (৩৪) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।
সূত্রে জানাযায়,সকাল বেলা ওই বাড়ির মহিলারা বাড়ির পিছনে গেলে পরে থাকা লাশ দেখে ডাক চিৎকার করলে এলাকার লোকজন ছুটে আসে,এলাকাবাসী পুলিশকে ফোন করলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
জাকির শিবপুর ৮ নং ওয়ার্ডের হাজী বাড়ির পাশের রতন বেপারীর ছেলে বলে জানা যায়।
এবিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) এনায়েত হোসেন জানান,খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে প্রেরন করি।
তিনি আরো জানায় মৃত ব্যক্তিটি একজন রিকশা চালকের।