ভোলা জেলা অসকস ২১ ফেব্রুয়ারি উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে পুস্পমাল্য অর্পণ।
এম এন আলম।
১৯৫২ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা শহর ঢাকার রাজপথে মাতৃভাষা বাংলা চাই এই শ্লোগানে-স্লোগানে ঢাকার রাজপথ কম্পিত করেছিলেন একদল বাংলার দামাল ছেলেরা, পাকিস্তানি পুলিশের লেটুয়া বাহিনী বর্বরোচিত হামলায় ও গুলিবর্ষণের রফিক শফিক সালাম বরকত আরো নাম না জানা অনেকপ্রিয় মাতৃভাষা বাংলাকে প্রতিষ্ঠা দিয়েছিলেন। বাংলাকে আন্তর্জাতিক স্বীকৃতি দান করেছেন। তারই ফলশ্রুতিতে সারা বাংলাদেশে এই দিনে ২১ শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক ভাবে পালন করা হয়। তাহারি ধারাবাহিকতায় অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সংস্থা (অসকস) বাংলাদেশ, ভোলা জেলা কমিটি জেলা কমিটির সম্মানিত সভাপতি কর্পোরাল এম এন আলম এর নেতৃত্বে ভোলা জেলা কেন্দ্রীয় শহীদ মিনারে রাত ১২:১০ মিনিটের সময় পুস্পমাল্য অর্পণ করেন। উক্ত পুস্পমাল্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক কর্পোরাল মোঃ নাসির উদ্দিন,(অব:) সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট মোঃ হারুন-অর-রশিদ (অব:), অর্থ বিষয়ক সম্পাদক সার্জেন্ট মো:শেখ ফরিদ (অব:), দপ্তর সম্পাদক সার্জেন্ট মোঃ আবুল কালাম আজাদ (অব:), জেলা কমিটির সহ-সভাপতি ( ১) সার্জেন্ট মোঃ মোশারফ হোসেন (অব:), সহ-সভাপতি ( ৩) সার্জেন্ট মোঃ আব্দুল হক (অব:), জেলা কমিটির উপজেলা বিষয়ক সম্পাদক সার্জেন্ট মোঃ শাহ জালাল (অব:) (অব:), সদর উপজেলা সম্মানিত সভাপতি কর্পোরাল মোঃ নূরুল ইসলাম সেন্টু (অব:), জেলা কমিটির সদস্য সার্জেন্ট মোঃ সিদ্দিকুর রহমান (অব:), আরো অন্যান্য সদস্যরা এতে উপস্থিত ছিলেন।উক্ত পুস্পমাল্য পূর্বে ভোলা শহর প্রদক্ষিণ করে রেডি করেন। এবং শহীদের স্মরণে দোয়া করেন।