ভোলায় সেভেন স্টার ইটভাটা কর্তৃক সরকারি গুচ্ছ গ্রামে নির্মিত কবর স্থান কুপে পরিন
ভোলা প্রতিনিধি!
ভোলা সদর উপজেলার পশ্চিম ইলিশায় ৪ নং ওয়ার্ডের চরপাতায় সেভেন স্টার নামক ইট ভাটার মালিক ছাইফুলের বিরুদ্ধে সরকারের দেওয়া গুচ্ছ গ্রামের কবর স্থান থেকে মাটি কেটে নিয়ে ইট তৈরির অভিযোগ।
সূত্রে জানা যায়,সরকারে দেওয়া এই গুচ্ছ গ্রামটিতে বেশ কিছু পরিবার বসবাস করেন,সেখানে নিজের জন্য তারা একটি মসজিদ ও কবর স্থান নির্মান করেন তার পাশে রয়েছে একটি সেভেন স্টার নামক ইট ভাটা। ইট ভাটার মালিক ছাইফুল জোরপূর্বক গুচ্ছ গ্রামের কবর স্থানটিকে কেটে কুপে পরিনত করেছে।
স্থানীয়রা জানায়,আমাদের যখন থাকার জায়গা ছিলো না সেই সময়ই সরকার এইখানে আমাদের থাকার জন্য একটি গুচ্ছ গ্রাম করে দেয়।প্রায় ৩০ বছর আমারা এই গ্রামটিতে বসবাস করি,এইখানে আমাদের সকলের উদ্যোগে সরকারি জায়গায় একটি মসজিদ ও কবর স্থান নির্মান করি।কবর স্থানে অনেকের কবরও রয়েছে
সেই কবর স্থান থেকেই ইট বাটার মালিক ছাইফুল অবাদে মাটি কেটে নিয়ে তার ইট ভাটার কাজে লাগাচ্ছে।
স্থানীয়রা আরো জানায়, এই গুচ্ছ গ্রামের আবদুর রহিমের সহযোগীতা নিয়েই ছাইফুল এধরনের কাজ করে যাচ্ছে।আবদুর রহিম ছাইফুলকে সহযোগীতা করার জন্যে গ্রামবাসীকে বিভিন্ন ধরনের হুমকি ধামকী দিয়েও বেড়ায় বলে জানা যায়।
আবদুর রহিমের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি সকল অভিযোগ অস্বীকার করেন।
এবিষয়টি ইট ভাটার মালিক ছাইফুলের মুঠো ফোনে জানতে চাইলে তিনি সাংবাদিক পরিচয়ে পেয়ে ফোনের লাইন কেটে দেন।