প্রকাশিত: ৭:২৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২১
ভোলা পৌর ২ নং ওয়ার্ডে ধানের শীষের প্রার্থী ট্রুম্যানের গনসংযোগ
স্টাফ রিপোর্টার।
আগামী ২৮ ফেব্রুয়ারি ভোলা পৌরসভা নির্বাচন উপলক্ষে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের গণসংযোগে জমজমাট নির্বাচনী মাঠ। এরই ধারাবাহিকতায় ভোলা পৌর ২ নং ওয়াডে ভোটারদের মাঝে গণসংযোগ করেছেন ধানের শীষের প্রার্থী হারুনুর রশিদ ট্রুম্যান। গতকাল সকালে ২ নং ওয়াডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে কাছে ভোট চান তিনি। এসময় উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মো: হেলালউদ্দিন, ভোলা পৌর বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মোস্তফা কামাল মিলন,যুবদল নেতা জিয়াউর রহমান পলাশ, ভোলা জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মো: ওমর ফারুক সহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ।