ভোলায় এক্সিম ব্যাংকের সাথে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার বিনিয়োগ চুক্তি স্বাক্ষর
ইয়াছিনুল ঈমন, ভোলা প্রতিনিধি।
ভোলার বে-সরকারী উন্নয়ন সংস্থা গ্রামীণ জন উন্নয়ন সংস্থার সাথে এক্সিম ব্যাংক ভোলা শাখার সাথে এক বিনিয়োগ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ১৫ ফেব্রুয়ারী (সোমবার) সকালে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার প্রধান কার্যালয়ের হল রুমে আনুষ্ঠানিক ভাবে এ চুক্তি স্বাক্ষরিত হয়। কোভিট ১৯ পরবর্তী অর্থনৈতিক ভাবে ক্ষতিতে পড়া মানুষের ঘুরে দাড়ানের জন্য সহজ শর্তে ঋণ প্রদানে ২৫ কোটি টাকার এ চুক্তি স্বাক্ষরিত হয়।
বিনিয়োগ চুক্তি অনুষ্ঠানে টেলি কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন এক্সিম ব্যাংকের অতিরিক্ত উপ-ব্যাবস্থাপনা পরিচালক মোসাঃ মাকসুদা খানম। আরো বক্তব্য রাখেন গ্রামীণ জন উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন, এক্সিম ব্যাংকের ভোলা শাখার ব্যাবস্থাপক মোঃ মোকাম্মেল হক, সেকেন্ড অফিসার আমিনুর রহমান শাওন, গ্রামীণ জন উন্নয়ন সংস্থার চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ, সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোঃ ফজলুর রহমান, পরিচালক (কর্মসুচি) হুমায়ুন কবীর, পরিচালক (মাইক্রো ফিন্যান্স) মোঃ জাকির হোসেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন অতিরিক্ত পরিচালক মোঃ মোস্তফা কামাল।