ভোলায় ধানের শীষের প্রার্থী হারুনুর রশিদ ট্রুম্যানের প্রচারণা শুরু

স্টাফ রিপোর্টার।
আসন্ন ভোলা পৌরসভা নির্বাচনে ধানের শীষের প্রার্থী হারুনুর রশিদ ট্রুম্যান এর নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। শনিবার সকাল ১১ টায় বিএনপির দলীয় কার্যালয়ের মহাজনপট্টি এলাকা থেকে থেকে লিফলেট বিতরণের মাধ্যমে এ প্রচারণা শুরু হয়। মহাজনপট্টি থেকে সদর রোড পর্যন্ত লিফলেট বিতরণে অংশ নেন ভোলা জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব গোলাম নবী আলমগীর,সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম খান,ধানের শীষ প্রতীকের প্রার্থী ও ভোলা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ট্রুম্যান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তরিকুল ইসলাম কায়েদ, জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটন, সাংগঠনিক সম্পাদক মনির হাসান, ভোলা জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি জামিল হোসেন ওয়াদুদ ,সাধারণ সম্পাদক খন্দকার আল আমিন,ভোলা জেলা ছাত্রদল সভাপতি নূরে আলম ,সাধারণ সম্পাদক আল আমিন হাওলাদার। প্রচারণায় অংশ নিয়ে নেতাকর্মীরা ভোটারদের কাছে ধানের শীষ মার্কায় ভোট চান ।