প্রকাশিত: ৩:৩৪ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২২
সরকার চিন্তিত সংক্রমণের ঊর্ধ্বগতি নিয়ে: স্বাস্থ্যমন্ত্রী
নিউজ ডেস্কঃ দেশে গেল কয়েকদিনে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ ১৮ শতাংশ বেড়েছে উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘এভাবে সংক্রমণ বাড়লে হাসপাতালে জায়গা হবে না, এ নিয়ে চিন্তিত সরকার।’
সোমবার (১৭ জানুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী এমন কথা বলেন।
মন্ত্রী সবাইকে মাস্ক পরার আহ্বান জানিয়ে বলেন, ‘সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে। ডেল্টা ভ্যারিয়েন্টের পুরো সময়েও সংক্রমণ এত দ্রুতগতিতে বাড়েনি। মানুষ বেপরোয়াভাবে চললে এটা বাড়তে থাকবে।’