বুস্টার ডোজ পাবেন ৫০ বছর বয়সীরা

ভোলার কথা
ভোলার কথা সম্পাদক
প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২২

নিজস্ব প্রতিবেদকঃ এখন থেকে ৫০ বছর বয়সীরা করোনাভাইরাসের বুস্টার ডোজ টিকা পাবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। এর আগে এই বয়সসীমা ছিল ৬০ বছর।

সোমবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বুস্টার ডোজ দেওয়ার বয়সসীমা এতদিন ৬০ বছর ছিল। এখন থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি ৫০ বছর থেকেই বুস্টার ডোজ দেওয়া হবে। এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রীর অনুমোদন রয়েছে।’

মন্ত্রী বলেন, ‘দেশে করোনর ওমিক্রন ও ডেল্টা ধরনের কারণে সংক্রমণ বাড়ছে। এভাবে বাড়তে থাকলে, শনাক্ত হার ৩০ শতাংশ ছাড়িয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। তাতে এক-দেড় মাসের মধ্যে হাসপাতালে জায়গা হবে না।’

সবাইকে সরকারের জারি করা ১১ দফা মানার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে। ডেল্টা ভ্যারিয়েন্টের পুরো সময়েও সংক্রমণ এত দ্রুতগতিতে বাড়েনি। মানুষ বেপরোয়াভাবে চললে এটা বাড়তে থাকবে।’

জাহিদ মালেক জানান, এখন পর্যন্ত সাত লাখ বুস্টার ডোজ দেওয়া হয়েছে। এখনো সরকারের হাতে নয় কোটি ৩০ লাখ ডোজ টিকা মজুদ রয়েছে। আর দেশে এক ডোজ, দুই ডোজ ও বুস্টার ডোজ মিলিয়ে এখন পর্যন্ত সাড়ে ১৪ কোটি টিকা দেওয়া হয়েছে।