প্রকাশিত: ৮:৪২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২১
চরফ্যাশনে গাঁজাসহ ২ যুবক আটক

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি : দুলার হাট থানার দুলার হাট বাজারের বাস স্টেশন থেকে গাঁজা সহ আব্বাস মিজী(১৯)পিতা সানু মিয়া চরফ্যাশন পৌরসভা ২ং ওায়ার্ড, সালাউদ্দিন(২০) পিতা আলমগীর লেংগুটিয়া লালমোহন নামের দুই যুবককে আটক করেছে দুলার থানা পুলিশ।
শনিবার (৬ ফেব্রুয়ারী ) বিকেলে দুলার থানার এস আই ফারুক, এ এস আই সাইফুল ইসলাম কনস্টবল সোহাগ ও পংকজ সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চরফ্যাশন উপজেলার দুলার হাট থানার, দুলার হাট বাজারের বাস স্টেশন থেকে দুজনকে ১০গ্রাম গাঁজা সহ আটক করেছে দুলার হাট থানা পুলিশ।
দুলার হাট থানার অফিসার ইনচার্জ মোঃ মুরাদ হোসেন মুঠোফোনে জানান তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।