কাল মনোনয়নপত্র দাখিলের পর আ’লীগ মনোনীত মেয়র প্রার্থী মোরশেদের প্রচারণা
বিশেষ প্রতিনিধি: আগামী ২৮ ফেব্রয়ারি অনুস্ঠিত চরফ্যাশন পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী এম মোরশেদ আজ সোমবার সাবেক সংসদ সদস্য মরহুম অধ্যক্ষ এমএম নজরুল ইসলাম স্যারের কবর জিয়ারতের মাধ্যমে সাধারন ভোটারদের কাছে দেখা সাক্ষাৎ করবেন৷ কাল মঙ্গলবার সহকারি রিটার্নিং অফিসারের নিকট মনোনয়ন দাখিলের পর আনুস্ঠানিকভাবে নৌকার পক্ষে ভোট তিনি চাইবেন৷
দলীয়ভাবে এম মোরশেদকে মনোনয়ন দেয়ার পর জনবিচ্ছিন্ন মনোনয়ন বন্চিত কুচক্রী মহল মোরশেদকে দেয়া মনোনয়ন কে প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্রে মেতে উঠেছে৷ গতকাল রবিবার চরফ্যাশন শহরজুড়ে হাজারো জনতার মুখরিত মিছিলে মিছিলে জানান দিল মোরশেদ জনতার জনপ্রিয় নেতা৷ আজ ১লা ফেব্রুয়ারী লন্চযোগে চরফ্যাশনে এসে পৌছালে ঘাটে সাধারন মানুষের ভালবাসায় সিগ্ধ৷ সোমবার সকালে শহরে এসে ফ্যাসন স্কয়ারে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য দিয়ে নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানান৷দলিয় কার্যালয়ে আসার পর নেতা কর্মীদের ফুলেল শুভেচ্ছায় অভিসিগ্ধ মেয়র প্রার্থী৷কাল মঙ্গলবার বেলা ১১টায় সহ-রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করবেন৷