চরফ্যাশনে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

ভোলার কথা
ভোলার কথা সম্পাদক
প্রকাশিত: ৭:৫৯ অপরাহ্ণ, জুন ৮, ২০২১

 

স্টাফ রিপোর্টার::চরফ্যাশন উপজেলার এওয়াজপুর ৪ নং ওয়াআেসাদ মাঝি বাড়ি থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে শশীভূষণ থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, আবদুল্লাহপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাসিন্দা জাহের বেপারির মেয়ে জেসমিন (১৯) এর সাথে পার্শ্ববর্তী ইউনিয়ন এওয়াজপুর ৪নং ওয়ার্ডের শামছুল মাঝির ছেলে আবুল কালামের প্রায় ১০ মাস আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামী স্ত্রীর মধ্যে পারিবারিক কলহ হতো। সোমবার (৭জুন) বিকেলে দুজনের মধ্যে ঝগড়া হয়। ধারণা করা হচ্ছে, ঝগড়ার জের ধরে রাতে গলায় ফাঁস দিয়ে আতœহত্যা করে গৃহবধূ জেসমিন।
শশীভূষণ থানার ওসি রফিকুল ইসলাম জানান, মঙ্গলবার (৮জুন) সকাল ৯টায় পুলিশ গিয়ে উক্ত বাড়ির পুকুর পাড়ে গাছের ডালের সাথে ঝুলন্ত লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।