শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দারিদ্রতা যাদুঘরে যাবে — জ্যাকব
চরফ্যাশন থেকে বিশেষ প্রতিনিধি:
যুব ও ক্রীড়া মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্হায়ী কমিটির সভাপতি, ভোলা-৪ আসনের সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দারিদ্রতা যাদুঘরে যাবে৷ তিনি দারিদ্রতা বিমোচনে নিরলসভাবে কাজ করছেন৷ জনগন তার পাশে আছে বলেই উন্নয়নের অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে বাংলাদেশ৷ আজ ১৫ ফেব্রয়ারী সোমবার ভোলার চরফ্যাশন উপজেলার নজরুল নগরে অসহায় ও দূস্হ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদানের চেক বিতরণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷ এমপি জ্যাকব বলেন, আওয়ামীলীগ রাস্ট্রীয়ভাবে ক্ষমতায় আসলে দেশের জনগনের স্বার্থে ও কল্যাণে কাজ করে৷ অতি- সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা একসাথে ভূমিহীন ও অসহায় মানুষকে প্রায় ৬৯ হাজার সেমি-পাকা ঘর প্রদানের মাধ্যমে বিশ্বে এক অনন্য নজীর স্হাপন করেছেন৷ আমরা একসময় পরাধীন ছিলাম, বঙ্গবন্ধু না হলে এই দেশ স্বাধীন হতোনা৷ আওয়ামীলীগের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে৷ তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই দারিদ্রতা কমিয়ে মানুষের জীবনমানের ক্রমাগত উন্নতি করে করোনার মধ্যেও উন্নয়নশীল দেশের পথে যাত্রা শুরু করেছেন৷