হুমায়ূনের নির্যাতনের শিকার তার স্ত্রী ও সন্তানরা, পর্ব-৩
রিয়াজ মাহমুদ, স্টাফ রিপোর্টারঃ
- হুমায়ূনের নির্যাতনের শিকার তার স্ত্রী ও সন্তানরা (চিকিৎসার জন্য মা তার সন্তানকে মুচলেকা দিয়ে আনতে হলো)।
গত ২৪ জানুয়ারী ২০২৩ ইং (রোজ মঙ্গলবার) রাতে অসহায় নজনীন (৩৫) চরমভাবে নির্যাতন করে। তখন নাজনীনে আর্তনাদে এলাকাবাসী জড়ো হয়। পরবর্তীতে নাজনীনের মা এই খবর পেয়ে তাকে উদ্ধারের জন্য হুমায়ূনের বাড়িতে যায়।
ইতিপূর্বে নির্যাতিতার মা-বাবা বহুবার হুমায়ূনের আত্মীয় স্বজনের ও গন্যমান্য ব্যক্তিবর্গের স্বরনাপন্য হয়ে সুফল না পেয়েও ২৫ জানুয়ারি বুধবার বাংলাদেশ উপকূল প্রেসক্লাব ভোলা জেলা শাখার কিছু সাংবাদিক ও কিছু প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় নাজনীনের মা হুমায়ুনের ও তার আত্মীয়ের কাছে মুচলেকা দিয়ে নিয়ে আসে এবং দৌলতখান হাসপাতালে চিকিৎসার জন্যে সন্ধ্যায় ভর্তি করা হয়। ২৭ তারিখ শুক্রবার তাকে সুচিকিৎসার জন্য ভোলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এই পাষন্ড পিতা হুমায়ূনের লোলুপ দৃষ্টি এখন তার ১০ বছরের নাবালক মেয়ের দিকে, বিভিন্ন সময়ই সে নানান অজুহাতে মেয়েকেও টর্চার করে।
উল্লেখ্য স্থানীয় মেম্বার ও লোকজন ক্ষিপ্ত হয়ে উক্ত ঘটনাটির যথা উপযুক্ত বিচার দাবি করেন । উঅসহায় নাজনীনে অভিবাবকের দাবি তার সুচিকিৎসা ও সুষ্ঠ সমাধান।