প্রকাশিত: ১০:৩২ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২১
ঘর ও জমির দলিল হাতে পেলেন বোরহানউদ্দিনের ২৮ ভূমিহীন পরিবার
বোরহানউদ্দিন প্রতিনিধি, ভোলার কথা।
মুজিবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার হিসাবে ঘর ও জমি’র দলিল হাতে পেলেন বোরহানউদ্দিন ভূমিহীন ও গৃহহীন অসহায় ২৮টি পরিবার। ২৩ জানুয়ারী (শনিবার) সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের সাথে একযোগে বোরহানউদ্দিন ২৮টি ঘর উদ্বোধন করেন। উপজেলা পরিষদ হলরুমে প্রধানমন্ত্রী’র উদ্বোধনী অনুষ্ঠান উপভোগ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী’র অনুমতিক্রমে উপকারভোগী পরিবারের হাতে ঘরের দলিল হস্তান্তর করেন উপজেলা নির্বাহী অফিসার সাইফুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ, বোরহানউদ্দিন থানা অফিসার ইন-চার্জ মাজাহারুল আমিন প্রমূখ সহ জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকতাবৃন্দ।