দৌলতখান উপজেলা সহ সারা দেশে সুষ্ঠুভাবে এসএসসি ও দাখিল পরীক্ষা অনুষ্ঠিত।
স্টাফ রিপোর্টার
দৌলতখান উপজেলার “জয়নগর মাধ্যমিক বিদ্যালয়” একটি নতুন কেন্দ্র সহ ৭টি এসএসসি পরীক্ষার কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবার পরীক্ষার্থী সংখ্যা সাধারন ৫টিতে ১৫৭২ জন, মাদ্রাসা ১টি ৮১০ জন, কারিগরি বোর্ডের ১টি ৫৬ জন। ৭টি কেন্দ্রে সর্বমোট পরীক্ষার্থীর সংখ্যা ২৪৩৩ জন , এরমধ্যে স্কুল উপস্থিত ১৪৯৯, অনুপস্থিত ২৮, মাদ্রাসা উপস্থিত ৬২৪, অনুপস্থিত ১৬ , প্রথম দিনের পরীক্ষায় কোনো বহিষ্কার নাই।
দৌলতখান ও বোরহানউদ্দিনের জনপ্রিয় নেতা “আলহাজ্ব আলী আযম মুকুল” এমপি মহোদয়ের সাথে শিক্ষার মান উন্নয়নে ও ছাত্র ছাত্রীদের যাতায়াতের সুবিধার্থে যোগাযোগ করলে এরই ধারাবাহিকতায় এমপি মহোদয়ের একান্ত প্রচেষ্টায় আজ১৫ই ফেব্রুয়ারি ২০২৪ সালে প্রথমবারের মতো এসএসসি পরীক্ষার কেন্দ্র হিসেবে পরীক্ষা শুরু হয়েছে “জয়নগর মাধ্যমিক বিদ্যালয়ে”।এ বিষয়ে কথা বলতেই বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী ছাত্র ছাত্রীদের মধ্যে এবং এলাকাবাসীর মধ্যেও এক ধরনের আনন্দ উচ্ছাসের অনুভূতির সাথে কৃতঙ্গতাও প্রকাশ করছে।