প্রকাশিত: ৭:৩৭ অপরাহ্ণ, জানুয়ারি ২০, ২০২২
ভোলা ২ আসনের সাংসদ আলী আজম মুকুল ২য় বারের মতো স্ব-পরিবারে “কোভিড-১৯” শনাক্ত
মোঃইসমাইল, বিশেষ প্রতিনিধিঃ ভোলা ২ আসনের সাংসদ আলহাজ্জ্ব আলী আজম মুকুল এ নিয়ে ২য় বারের মতো “কোভিড-১৯” আক্রান্ত। আজ তিনি তার ব্যাক্তিগত আইডিতে তা নিশ্চিত করেন। এসময় তিনি তার নির্বাচনী এলাকার সকল জনগণের কাছে দোয়া চান।
তিনি তার ব্যাক্তিগত আইডিতে স্টেটাস দেনঃ
গতকাল ১৯ জানুয়ারী থেকে আমি ২য় বারের মতো স্বপরিবারে করোনায় আক্রান্ত হয়েছি।
যে কারনে কমপক্ষে আগামী ১০ দিন আমি কারো সাথে দেখা করতে পারবো না।
যারা আমার সাথে বিভিন্ন প্রয়োজনে ঢাকায় দেখা করতে এসেছেন, তাদের নিকট আমি ক্ষমাপ্রার্থী এবং সেই সাথে আমি সহ আমার পরিবারের সকলের সুস্থতার জন্য আপনাদের দোয়া প্রার্থনা করছি।