চরফ্যাশনে বিলে বিদ্যুতায়িত হয়ে গৃহবধুর মর্মান্তিক মৃত্যু
বিশেষ প্রতিনিধি৷৷
ভোলার চরফ্যাসন উপজেলার ওমরপুর ইউনিয়ন ২নং ওয়ার্ড আলীগাঁও গ্রামের খোরশেদ পাটওয়ারীর স্ত্রী গোলেনুর বেগম (৪২) বিদ্যুতের লিকেজ তারে জড়িয়ে ঘটনাস্থলে মর্মান্তিক মৃত্যু হয়েছে এক গৃহবধুর৷
বুধবার (১০ ফেব্রুয়ারী) সকাল ৯ টায় গোলেনুর বেগম বাড়ির পাশে একটি মাছের ঘেরের পার্শে গরুর ঘাস কাটতে গিয়ে ঝুলানো তারে বিদ্যুতায়িত হয়ে এই ঘটনা ঘটে৷
এলাকা সুত্রে জানা যায়, আলীগাঁও গ্রামের ২ নং ওয়ার্ডের মাজেদুর রহমান পাটওয়ারী বাড়ীর পাশে জহিরের মাছের মাছের খামারে পাশে সকালে ঘাস কাটতে যায় গোলেনুর বেগম৷এসময় মাছের ঝুলন্ত লিকেজ জোড়াতালির তারের সাথে সংস্পর্শে গোলেনুরের মৃত্যু হয়।বাড়ীর পাশের লোকজন মৃত অবস্থায় তাকে উদ্ধার করেন৷
চরফ্যাসন থানার অফিসার ইনচার্জ মোঃ মনির হোসেন মিয়া জানান, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি৷ করো বিরুদ্ধে পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।