চরফ্যাশনে অস্ত্রসহ ডাকাত আটক
চরফ্যাশন (ভোলা)থেকে বিশেষ প্রতিনিধিঃ চরফ্যাশনে ডাকাতি করে পালিয়ে যাওয়ার সময় জনতার হাতে ১ ডাকাত আটক হয়েছে। এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তার সহযোগী এক হোন্ডা চালককে আটক করেছে পুলিশ।
থানা সত্রে জানা যায়, চরফ্যাশন পৌর এলাকার ৩ নং ওয়ার্ডে কালাম মৌলভী বাড়িতে গতকাল শুক্রবার রাতে ডাকাতি করে পালিয়ে যাওয়ার ডাক চিৎকারে লোকজন জড়ো হয়ে পালিয়ে যাওয়ার সময়ে দেশি অস্ত্রসহ স্থানীয়রা মিলে ডাকাত আবু জাহের কে ধৃত আটক করে জনতা৷ পরে চরফ্যাশন থানা সোর্পদ করলে ডাকাতির ঘটনায় জড়িত থাকার সন্ধেহে এক মটর সাইকেল চালক কামাল হোসেন কে আটক করে৷ আটককৃত ডাকাত আবু জাহের(৪০)ও তার সহযোগীর কামালের(২৮) বাড়ি পার্শ্ববর্তী লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ২নং ওয়ার্ডে৷
বাড়ির মালিক মো.টুটুল বলেন,শুক্রবার রাত আনুমানিক ২টার সময় আমার বাসার দরজা ভেঙ্গে গৃহে প্রবেশ করে ঘরে অচেতন নাষক স্প্রে দিয়ে সবাইকে অচেতন করে আনুমানিক ১ লাখ ১০ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যাওয়ার সময় আমাদের পিকআপ ড্রাইভার ইসমাইল ও সুজন ডাকতদের দেখে ফেলে।তারা ডাক চিৎকার দিলে তারা পালিয়ে যাওয়ার সময়ে স্থানীয়দের সহায়তায় ডাকাত আবু জাহেরকে ধরা পড়ে৷তার অপর সহযোগিরা পালিয়ে যায়৷পরে তাকে থানায় সোর্পদ করা হয়৷ ফোনালাপের সূত্র ধরে তার আপর সহযোগীকে রাতেই রমাগন্জ থেকে আটক করা হয়৷
চরফ্যাশন থানার এসআই মো.পনির খান বলেন, স্থানীয়রা এক ডাকাতকে আটক করে থানায় খবর দিলে পুলিশ তাকে আটক করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে থানা হেফাজতে নিয়ে আসে। এইঘটনায় জড়িত থাকার সন্ধেহে তার সহযোগী মটর সাইকেল চালককেও আটক করা হয়। এসময় তার মটর সাইকেল জব্দ করা হয়েছে। ডাকাতির ঘটনার আরও কারা জড়িত আছে এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ চলছে৷